ইফতা ভর্তি যুদ্ধ ২০১৭ এবং আমার ঈদ
লিখেছেন লিখেছেন জিহর ১০ জুলাই, ২০১৭, ০১:০৫:০৩ দুপুর
১.
আমার যতোদুর মনে আছে যে, মার্চে যখন দাখিল পরিক্ষা শেষ করে আম্মাকে বলেছিলাম ,আমি ইফতা ভর্তির প্রস্তুতি নিতে চাই...! তিনি আমার কথা বুঝতে পারেন নাই । ফলে, আমার তাৎখনিক প্রস্তুতি শুরু হলো না..!
.
যদিও গ্রামের বাড়িতে আমি হেদায়া ( ৩-৪ ) নিয়ে গিয়েছিলাম, কিন্তু বিভিন্ন কাজের চাপে, এবং দাখিল পরিক্ষা পরবর্তী ক্লান্তি কাটাতে আমি রাতের সময়টা অলস ভাবেই পার করতাম । এভাবেই চোখের সামনে থেকে মার্চ,এপ্রিল,মে পার করে জুন মাস শেষ হয়ে গেলো । এতো লম্বা সময়ে হেদায়া কয়েক খতম সমেত মুখস্ত করে ফেলাও সম্ভব। .
কিন্তু অলসতা কাউকে পেয়ে বসলে কিছুই করার থাকে না । অবশেষে যখন রমজান মাস চলেই এলো, আমার ততোক্ষণে টনক নড়েছে । আমি হেদায়া নিয়ে "বসলাম"...! কিন্তু কয়েক পৃষ্ঠা উল্টিয়েই বুঝতে পরলাম যে, পুরো কিতাবের পড়া কুলিয়ে উঠতে পারবো না ।
২
তখন Shakil Ahmed ভাইয়ের পরামর্শে যাত্রাবাড়ি একটা ভর্তি-কচিংএ গেলাম দিক নির্দেশনার জন্য । ৭ই রমজান., অথচ কচিং শুরু হয়েছিল রমজানের পাঁচ দিন আগেই...! এখানেও নিজের গাফলতি...!
যাই হোক, আল্লাহর বিশেষ রহমত ছিলো বোধয়, বন্ধু Abdullah All Kauser আমার ছুটে যাওয়া পড়া গুলো অনেকটাই ধরিয়েদিলো । কিন্তু ১১ই রমজানের থেকে ১৫ই রমজান পর্যস্ত জ্বর হলো, যেটা চিকুনগুনিয়া নামে প্রশিদ্ধি পেয়েছে ।
জ্বর থেকে মোটামুটি সুস্থির হতে হতে ১৮ রমজান শেষ ।
কোচিংএর অনেক গুলো গুরুত্বপূর্ণ দরস (লেকচার) পেলাম না । তবুও যতটা পেয়েছিলাম, তা পূঁজি করে গেণ্ডারিয়ায় হযরত মুফতি আবু সাইদ সাহেবের (দারুল ফিকরি ওল ইরশাদ ) মাদ্রাসায় ভর্তি পরিক্ষা দিলাম । কোন লাভ না হলেও একটু অভিজ্ঞতা হলো । আসলে তাদের সিলেবাসে কোরআন,হাদিস, ফিকহা,উসুলুল ফিকহা সমন্বয়ে সব বিষয়ে পরিক্ষা হয়েছিল।
আর আমি শুধু শেষ দুটির প্রস্তুতি নিয়েছি ।
এরপর যে মাদ্রাসায় ভর্তি কোচিং করেছি সেখানে, অর্থাৎ দারুল মায়া'রিফ (যাত্রাবাড়ি) এ ভর্তি পরিক্ষা দিলাম । আলহামদুলিল্লাহ এখানে টিকেছিলাম । কিন্তু এক বছরের ইফতা হওয়ায় বাড়ির সবাই, বিশেষ করে বড়োভাই রাজি হলেন না । এমনকি পরিক্ষা প্রস্তুতিতে যেন কোন ত্রুটি না হয়, তাই ঈদে গ্রামের বাড়িতেও যাওয়া নিষিদ্ধ হলো ।
প্রথমে উত্তরায় ভাইয়ার অফিসে, পরে আলোচনা সাপেক্ষে মানিকগঞ্জ বড়ো আপুর বাসায় ঈদের অনুমতি মিললো ।
(বিঃদ্রঃ আমি উত্তরাতে ভাইয়ার অফিসে থেকে পরিক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম ।) মাওলানা,মুফতি সাব্বির আহমেদ সহেব, (মানে আমার অ-ঘষিত তা'লিমি মুরব্বি) এর এটাই ফয়ছালা ছিলো । তার কথা আমি প্রথমে মারকাজুদ দাওয়ায় ( যেখানে হেদায়ার শরাহ্ ফাতহুল কদিরের পরিক্ষা হয়, এবং ঐ কিতাবের সাথে আমার ৩/৪ বছর ধরে সম্পর্ক নেই ) ভর্তি পরিক্ষা দেব । তাকে নিজের অবস্থা বুঝিয়ে বললে তিনি মুফতি দেলোয়ার সাহেবের আকবরে, তারপর পর্যায়ক্রমে দুই রাহমানিয়া, বসুন্ধরা, মারকাজুল ইসলামিয়া, ফরিদাবাদ, আরজাবাদ সহো প্রথম সারির অনেক গুলো মাদ্রাসায় ভর্তি পরিক্ষা দেওয়ার নির্দেশনা দিলেন ।
এরপর দ্বিতীয় সারির কিছু মাদ্রাসার নাম বললেন, কিন্তু কিছুতেই কোন প্রাইভেট মাদ্রাসায় ভর্তি হতে নিষেধ করলেন ।
৩
আমি বাড়ি না গিয়ে উত্তরায় থেকে প্রস্তুতি নিতে থাকলাম । দু-বেলা নিজ হাতে রান্না করে খেয়ে -দেয়ে এতো সময় হতো না যে নির্বিচ্ছন্ন পড়বো । তার ভেতরে আবার ইসমাঈল ভাই (বড়ো ভাইয়ের কলিগ ---কি কাজে যেন থেকে গিয়েছিলেন উত্তরাতে আমার সাথে ) তার বেজায় জ্বর এলো । তাকে সেবা করা, আবার বাজার করা, (এবং যারা উত্তরা থাকেন কেবল তারাই বলতে পারবেন যে উত্তরায় কাচামাল মেলানো কত কঠিন ), রান্নাকরা, পড়ার সাথে সব গুলিয়ে যাচ্ছিল ।
রোজা রেখে এতো প্যারায় সত্যি নিজেকে নিজেরি মায়া লাগছিলো । হঠাৎ Ismail Hossen ভাইয়ের জ্বর এতো বাড়লো যে তিনি গ্রামে ঈদ করতে যাবার শক্তি হারিয়ে ফেললেন । সেদিন ছিলো ২৮ রমজান । আমি তাকে ডাক্তারের কাছেও নিতে পারছিলাম না ।
নিজে যে ঔষধ বুঝি, তাই এনে পরিক্ষা করছিলাম, কিন্তু কিচ্ছু হচ্ছিল না । পরদিন ২৯ রমজান, বড়ো আপু, আম্মা, ভাইয়া, ছোট আপু দুই দুলাভাই সহো সবাই মানিকগঞ্জ যাবার জন্য তাড়া দিচ্ছিল ।
কিন্তু এই অচেনা শহরে ইসমাঈল ভাইকে একা ফেলে শুধু মাত্র ঈদ করার জন্য আমার মানিকগঞ্জ যেতে মন চাচ্ছিল না । ২৯ রমজানে ইফতারির পর চাঁদ দেখা দিলো । সবাই ঈদের আমেজে আনন্দিত । এদিকে ইসমাইল ভাইয়ের কোন পরিবর্তন নেই । আমাদের দূর্সম্পর্কিয় এক ডাক্তার মামাকে ফোন দিয়ে কিছু ঔষধের নাম নিলাম । এবার কাজ হলো । তার জ্বর কমলো ।
আমরা সিদ্ধান্ত নিলাম যে, ঈদের দিন সকালে যার যার বাসায় যাবো । সে মতে ঈদের দিন ভোর ৩-৪০এ আমি ঢাকা ছাড়লাম । কিন্তু একটা ভুল করেছিলাম, তা হলো ইসমাঈল ভাইকে রেখে আসা, তাকে গাড়ি না চড়িয়ে দেওয়া । ঈদের দিন সকালে তিনি আবার জ্বরে আক্রান্ত হন । আমি মানিকগঞ্জ ৬টায় পৌছে গেলাম ।
তাকে ফোনে না পেয়ে ভাবলাম যে তিনিও মনে হয় বাড়ির গাড়ি ধরেছেন । কিন্তু তিনি বেরতেই পারেন নাই । আমি অবশ্য আগের দিন অর্থাৎ ২৯ রমজান তার জন্য কিছু কুকিজ, ব্রেড, কলা কিনে রেখে এসেছিলাম । পরে জেনেছি যে তিনি ঈদ ঐ বাসি ব্রেড, কলা দিয়ে পার করেছেন । আমি ঈদ কাটালাম আমার ভাগনে-ভাগনিদের সাথে ।
ঈদের পরদিন যখন ঢাকায় ফিরলাম, তখন দেখি ইসমাঈল ভাইয়ের প্রচণ্ড জ্বর । তাকে বহু কষ্টে ধরে ধরে ডাক্তারের কাছে নিয়ে গেলাম । ডাক্তারের কাছ থেকে ফেরার তিনদিনের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠলেন । আর এভাবে শেষ হলো আমার ভর্তি পরিক্ষা প্রস্তুতি ।
.৪
দেখতে দেখতে আকবর কমপ্লেক্সে ভর্তি পরিক্ষার দিন চলে এলো । আমাদের বন্ধুদের মাঝে একটা যোগাজোগ ছিলো । বন্ধু Md Mahfujur Rahman Ifti ভাই ফোনে জানালেন যে ৫ই শাওয়াল পরিক্ষা, আমরা চার তারিখে আকবরে চলে গেলাম । সাথে বিছানা নেয়া হয়নি । তাই কেউ তোয়ালে বিছিয়ে, কেউ ব্যাগ মাথায়, কেউ বোতল মাথায়, কেউ বা খালি ফ্লোরে শুয়ে পড়লাম মসজিদের বারান্দায়, আমাদের ৬ জনের দল । কারন পরদিন জুম্মার নামাজ থাকায় পরিক্ষা ১১টায় শেষ করতে চেয়েছে কতৃপক্ষ । যে কারনে শুরু হবে সকাল ৮টায় । তাই আমারা যারা দুরের, তারা আগের রাতেই চলে এলাম । একটা সমস্যা হলো আকবরের আসপাশে কোন খাবার হোটেল নেই । এটা ছিলো খুবই বিরক্তিকর । কারন রুটি কলা কতো খাওয়া যায়...?
যাই হোক, আমরা পরদিন সকালে পরিক্ষা দিলাম ।
আমার পরিক্ষা মোটামুটি হলো যেমনটা প্রস্তুতি ছিলো আরকি , আমি ৮৫ বা এর কাছা কাছি উত্তর করেছিলাম । আমার চেয়েও ভালো যারা দিয়েছেন তারাই হতাশ । কারন কোটা মাত্র ২৫টি । আর পরিক্ষা দিয়েছে ৩০০ জন । ফলে আমি কোন রকম আশাই করলাম না আকবর ।
.
৫.
এরপর ৬ই শাওয়াল চলে গেলাম রাহমানিয়া বড়ো মাদ্রাসায় বেলা ১টায় , সেখানে গিয়ে জানতে পারলাম যে পরিক্ষা হয়েগেছে সকালেই । ফলাফল শূন্য হয়ে গেলো পরিক্ষা দেবার আগেই । সেখান থেকে ছোটো রাহমানিয়া গেলাম কি খবর জানতে..! ৭ তারিখে সেখানে ভর্তি-ফর্ম দেবে ।
অগ্যতা আকবরে ফিরে গেলাম । সেখানে ছিলো আমাদের গতোকালের দলটা । যাদের কেউই টেকেনি আকবরে । কিন্তু আকবরের আশায় তারা অন্য কোথাও যায়নি । আমরা আবার সেভাবে, অর্থাৎ বালিশ ছাড়া ঘুমাবো, সেই সিদ্ধান্ত নিলাম । কারন পরদিন দেলোয়ার সাহেবের বুহুস আল-ইসলামিয়ায় পরিক্ষা দেব আমরা । সেখানে কোটা ১০টা । পরদিন ৭ই শাওয়াল অনেক মাদ্রাসায় পরিক্ষা থাকায় ভিড় কমছিলো বুহসে । কিন্তু আমি কেন যেন ভর্তি-ফর্ম তুলতে পারলাম না । আমার অন্য সাথিরা পরিক্ষা দিলো, ৪০ জনের মতো পরিক্ষার্থী । .
৬
বুহুসে পরিক্ষা দিয়েই আমরা দ্রুতো ছুটলাম মারকাজুল ইসলামের উদ্দেশ্যে কেরানিগঞ্জের পথে । মুহাম্মদপুর থেকে সি,এন,জি করে কলাপাড়া, সেখান থেকে সিরাজ নগর গ্রামে । প্রায় ৮০ টাকা করে খরচ হলো আমাদের গাড়ি ভাড়া... । সেখানে পরিক্ষা দিলাম মৌখিক আগে , মাত্র এক জনই টিকলো আমাদের থেকে । সে লিখিত পরিক্ষা দিয়ে টিকতে পারলো না । সেদিন রাতে ছিলাম হুজুরদের বসার গদি দিয়ে । আমাদের দলে ছিলো মাহফুজ, জামাল,নোমান,আবু-সুফিয়ান ভাই, এবং আমি জহির । .
পরদিন ফজর পড়ে রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে । সেখানে বিফল হলেও, মাহফুজ ভাই গড় ৮৫,আবু-সুফিয়ান ভাই ৭৪, রিফাত ভাই ৭০ নিয়ে উত্তির্ন হলেন লিখিত পরিক্ষায়, বুহসে., মুফতি দেলোয়ার সাহেবের প্রআইভেট মাদ্রাসায় ।
কিন্তু মৌখিকে সমস্যা । কারন মামা,খালু,বা চাচার ফোন নেই ।
.৭
এমনিতেই কোটা সংকট, তারপর যদি মামারা জোর খাটায়, তবে আর কিছুই করার, বা বলার নেই । আমি এর মাঝে উত্তরার একটা অপ্রসিদ্ধ মাদ্রাসায় প্রাইভেটে ভর্তি হলাম । ভর্তি খরচ ২৫০০ এর মতো, যার দুই হাজার টাকা আবার ধার করা Sheikh Maruf ভাইয়ের থেকে । এটা ছিলো ব্যাকাপ, বা শেষ ঠিকানা সরূপ । এর ফাকে বসুন্ধরায় চেষ্টা করলাম । এখানে দুর্বলতা উর্দুর । ফলে আবার অকৃতকার্য । আমার অন্যান্য সাথিরা যে যার মতো মাদ্রাসায় ভর্তি হয়ে নিচ্ছিল । কিন্তু মাহফুজ ভাই, আর রিফাত আমি যে মাদ্রাসায় ওটাই পছন্দ করলেন । তারাও তাড়াহুড়ো করে উত্তরার ঐ মাদ্রাসায় ভর্তি হলেন । আমাদের সবার পকেটের অবস্থা তখন করুন । .
৮.
ছয় সাতটা মাদ্রাসায় ঘুরে যখন নিরাশ আমরা, তখন একটা দোস্তের জোরের মতো উপায় আমাদের সামনে এসে গেল বন্ধু মোকাম্মেল ভাইয়ের হাত ধরে ।
তিনি আমাদের জন্য তার উস্তাদদের কাছে সুপারিশ করেছিলেন । তিনি মিরপুর ৬এর মারকাজ মাদ্রাসায় বিগত বছরে ইফতা (১ম বর্ষ) পড়েছেনন । এবং ভালো ছাত্র হবার ফলে উস্তাদের কাছেও তার আলাদা একটা গ্রহন যোগ্যতাও আছে । এদিকে আমাদের দলটা ততোদিনে ৬এর অর্ধেকে নেমে এসেছে । আমি (জহির), মাহফুজ ভাই, এবং রিফাত ভাই গেলাম Mokammel Mahmud ভাইয়ের কথা মতো মুফতি জিয়া সাহেবের মাদ্রাসায় । আলহামদুলিল্লাহ আমাদের এখানে সুজোগ মিললো । এবং মিরপুর ৬এর এই মাদ্রাসায় ভর্তি হয়ে গেলাম । এখন কাজ বেডিং, জামা কাপড়, কিতাবাদি অন্যান্য আসবাব পত্র নিয়ে আসা ....!
৯
পুনশ্চঃ আমাদের প্রতেক মাদ্রাসায় চড়া দামের ভর্তি-ফর্ম তুলতে হয়েছিল । গাড়ি ভাড়া, হোটেল বিল, থাকার কষ্টও প্রচুর হচ্ছিল । আমরা মনে হয় তিনদিন পরে মারকাজুল ইসলামে (কেরানিগঞ্জ) গোছল করেছিলাম । সেই সময়টা আসলেই স্বরনীয় । পরে যখন জানতে পারলাম যে আমারা ভর্তি-পরিক্ষায় অকৃতকার্য, তখন বৃষ্টি হচ্ছিল, এবং আমাদের গোছল করার ফলে কাপড় গুলোও ভেজাছিলো । বিষয়টা খুবই বিব্রতকর, যে বোর্ডে অকৃতকার্যদের নাম টানানো, সেটার সামনের রেলিংয়ে আমাদের কাপড় গুলো ছড়ানো ।
হোটেলের খাবার কিছু বন্ধুর শরিরের জন্য মুনাসিব (উপযুক্ত) হচ্ছিল না ।
তাদের কষ্টটা চিন্তা করতেই শরিরের রোম দাড়িয়ে যায় । আর তিন-চার মাদ্রাসায় অকৃতকার্য হবার সংবাদ বাড়িতেও বলা সম্ভব হচ্ছিল না । এবং বন্ধুদের অনেকেই যখন বারবার ফোন দিচ্ছিলো, কি হলো জানতে, তখন আমার নিজের কাছে নিজেকে নিতান্ত তুচ্ছ, ক্ষুদ্র,নিঃস্ব, এবংঅসহায় মনে হচ্ছিল ।
নিজের প্রতি আমার করুনা হচ্ছিল যে, আমার এত অধপতন..! আম্মা আমাকে বাড়িতে জোর করে রাখার ফলে অনুশোচনায় ভুগছিলেন । ছোট আপু আমাকে প্রতিবার ফোনে বকছিলেন, আর বড় আপু কিছুটা বিরক্ত ছিলেন । ভাইয়া ছিলেন সবচেয়ে রাগ, আমার সাথে ফোনে কথাই বলতে রাজি ছিলেন না..! কারন তারা আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন । আমি নিজেকে পরাজিত ভাবতে শুরু করছিলাম ।
সেই মুূহুর্তের কথা চিন্তা করলে আমার গা শিউরে উঠে..!
.বিঃদ্রঃ (আমরা কউমি মাদ্রাসায় বন্ধুদেরও ভাই বলে ডেকে থাকি)..!
. নিজের কথাগুলো নিজের মত করে লিখলাম..!
.
লিখা:- তালুকদার জহির
বিষয়: বিবিধ
৯৬৭ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন